ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে আসছে বায়ার্ন মিউনিখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
ভারতে আসছে বায়ার্ন মিউনিখ

কলকাতা:ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য দারুণ খুশির সংবাদ। আগামী বছর ৯ জানুয়ারি ভারতে আসছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।



তারা ১০ জানুয়ারি ভারতীয় দলের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। ম্যাচটি হবে দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে।

সোমবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

ফুটবল ফেডারেশন জানায়, আগামী ৯ জানুয়ারি বায়ার্ন মিউনিখ দু’দিনের সফরে ভারতে আসছে। আন্তর্জাতিক দলের সঙ্গে ভারতীয় ফুটবল দলের অনুশীলনের জন্যই এ আয়োজন।

প্রতি বছর এ রকম অন্তত ছ’টি আন্তর্জাতিক ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, দু’দিন আগেই ব্রিটিশ ফুটবল ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স মহারাষ্ট্রের পুনেতে আসে। সেখানে পুনে এফসি’র সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেয় তারা।

ভারতীয় দল যাতে বেশি করে আন্তর্জাতিক মানের দলগুলোর সঙ্গে অনুশীলনের সুযোগ পায়, তার সুযোগ করে দিতেই এ উদ্যোগ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।