ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অস্ত্র ছাড়তে মাওবাদীদের ৭ দিনের আলটিমেটাম মমতার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ১৫, ২০১১

কলকাতা: জঙ্গলমহলে দাঁড়িয়ে মাওবাদীদের অস্ত্র ছাড়তে সাত দিনের আলটিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জঙ্গলমহলের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার মেদিনীপুর সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মমতা ব্যানার্জি ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার ডিএম, এসপি ও অন্য প্রশাসনিক আধিকারিকরা।

বৈঠক শেষে দুপুর একটা নাগাদ ঝাড়গ্রামে যান মমতা। সেখান ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করেন তিনি। এই সভা থেকেই মাওবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন।

এদিন তিনি ৭ দিনের আলটিমেটাম দেওয়ার পাশাপাশি বলেন, ‘মাওবাদীরা কাপুরুষ, সুপারি কিলার, লুটেরা বাহিনী। এরা উন্নয়ন চায় না। ’

এদিন বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্যে রয়েছে ভসরাঘাটা সেতু, ১৭টি গার্লস হোস্টেল, রামগড় পলিটেকনিক কলেজ, ঝাড়গ্রাম হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নতিকরণ। এদিন রাতেই ফের কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে আনা হয়েছে ইন্টেলিজেন্সি ব্যুরোর বিশেষ দল। মোতায়েন করা হয় অতিরিক্ত ৫০০ পুলিশ কর্মী।

ভারতীয় সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।