ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লক্ষ্মীপুজোও কী সার্বজনীন হবে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, অক্টোবর ১১, ২০১১

কলকাতা: দুর্গাপুজো সার্বজনীর হলেও কলকাতা তথা পশ্চিমবঙ্গে মা লক্ষ্মী এখনও ঘরোয়াভাবেই পুজিত হচ্ছেন। কিন্তু বাজারে জিনিসপত্রের যা চড়া দাম- তাতে আগামী দিনে ঘরোয়া লক্ষ্মীপুজোও বারোয়ারি হতে বসেছে।



কলকাতার বাজারে ফুল-ফল-সব্জির দাম আকাশ ছোঁয়া। ছোটখাট বহু উপাচারে লক্ষ্মীর পুজো করেন গৃহস্থরা। গৃহিনীদের মন যোগাতে স্বামীদের পকেট শুন্য হয়ে পড়ছে। দায়সারাভাবেও এবার দেড় হাজার রুপিতেও পুজো করা যাচ্ছে না।

যেকোন ফুলের মালা ২০ রুপির নিচে নেই। নাসপাতি, আপেল ৮০ রুপি কিলো। শশা কেজি প্রতি ৩০ রুপি। এক ডজন কলা ৩০ রুপি। নারকেল একটা ২০ রুপি। এছাড়া বেগুন ৫০ রুপি। টমেটো ৪০ রুপি প্রতি কেজি। মুগডাল ১২০ রুপি, গোবিন্দভোগ চাল ৪০ রুপি প্রতি কেজি।

লক্ষ্মীপুজো সাধ্যমত প্রতিঘরে হিন্দু বাঙালিরা করে থাকেন। তিলের নারু, নারকেলের নারু, মোয়া দিয়ে পুজো হয় লক্ষ্মীর। সেই গুড়ের দাম ৩৬ রুপি কিলো।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।