কলকাতা: দুর্গাপুজো সার্বজনীর হলেও কলকাতা তথা পশ্চিমবঙ্গে মা লক্ষ্মী এখনও ঘরোয়াভাবেই পুজিত হচ্ছেন। কিন্তু বাজারে জিনিসপত্রের যা চড়া দাম- তাতে আগামী দিনে ঘরোয়া লক্ষ্মীপুজোও বারোয়ারি হতে বসেছে।
কলকাতার বাজারে ফুল-ফল-সব্জির দাম আকাশ ছোঁয়া। ছোটখাট বহু উপাচারে লক্ষ্মীর পুজো করেন গৃহস্থরা। গৃহিনীদের মন যোগাতে স্বামীদের পকেট শুন্য হয়ে পড়ছে। দায়সারাভাবেও এবার দেড় হাজার রুপিতেও পুজো করা যাচ্ছে না।
যেকোন ফুলের মালা ২০ রুপির নিচে নেই। নাসপাতি, আপেল ৮০ রুপি কিলো। শশা কেজি প্রতি ৩০ রুপি। এক ডজন কলা ৩০ রুপি। নারকেল একটা ২০ রুপি। এছাড়া বেগুন ৫০ রুপি। টমেটো ৪০ রুপি প্রতি কেজি। মুগডাল ১২০ রুপি, গোবিন্দভোগ চাল ৪০ রুপি প্রতি কেজি।
লক্ষ্মীপুজো সাধ্যমত প্রতিঘরে হিন্দু বাঙালিরা করে থাকেন। তিলের নারু, নারকেলের নারু, মোয়া দিয়ে পুজো হয় লক্ষ্মীর। সেই গুড়ের দাম ৩৬ রুপি কিলো।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১