কলকাতা: রাজ্যের দার্জিলিং জেলার পাহাড়ে স্বশাসিত অঞ্চলের মতো ডুয়ার্সের আদিবাসীদের স্বশাসিত অঞ্চলের দাবি নাকচ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার বেলা ১২টায় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যদের সঙ্গে মুখমন্ত্রী মমতার একটি বৈঠকে তিনি এ দাবি নাকচ করে দেন।
জলপাইগুড়ি জেলার চালসায় আধ ঘণ্টা ধরে এই বৈঠক চলে।
এই বৈঠকে তাদের মূল দাবিকে এড়িয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন ভরাতে চাইলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসীদের প্রতিনিধি বিরসা টুডু ও জন বার্নালা। এছাড়াও বনমন্ত্রী হিতেন বর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুকুল রায় ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আদিবাসী বিকাশ পরিষদের সদস্যদের দাবি জিটিএর মতো ‘আদিবাসী আডমিনিস্ট্রেশন টেরিটোরিয়াল’ (এটিএ) গঠন করা হোক। তারা চান না ডুর্য়াসের মৌজাগুলিকে গোর্খাল্যাণ্ডের অন্তর্ভুক্ত করা হোক। তাদের ভাষা, সংস্কৃতিগত পার্থক্য নিয়ে তারা পৃথক টেরিটোরি বা কাউন্সিল গঠন করতে চায়।
এদিন রাভা, টোট, মুন্ডা আদিবাসীরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দাবি জানান।
মুখমন্ত্রী তাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্যাকেজের কথা বলেন। তবে তাদের প্রধান দাবি যে মানা সম্ভব নয় তা সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। চা-বাগানের সমস্যার সমাধান ও পর্যটন শিল্পের কেন্দ্র গড়ে তলোর আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি আদিবাসী যুবকদের চাকরির প্রতিশ্রুতিও দেন।
এদিন বিকালে মুখ্যমন্ত্রীর ডুয়ার্সে পর্যটন মেলার উদ্বোধন করবেন।
ভারতীয় সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১১