ত্রিপুরা: বাংলাদেশের নাট্য শিল্পীরা ত্রিপুরায় নাটক মঞ্চস্থ করবেন। আগামী ১৭ এবং ১৮ অক্টোবর ত্রিপুরার সাব্রুম মহকুমায় এ নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ এ নাট্যানুষ্ঠানের আয়োজন করেছে।
বিজ্ঞপ্তিতে জনানো হয়, এ ধরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে।
বাংলাদেশের ৪০ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
শিল্পীরা মঞ্চস্থ করবেন রবীরন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি। তাঁর লেখা এই নাটকটি ত্রিপুরার রাজবংশের পেক্ষাপটে তৈরি। এখন সেখানে রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষ চলছে।
দুই দেশেই তাকে নিয়ে হচ্ছে অনেক অনুষ্ঠান।
সাব্রুমের পর উদয়পুরসহ রাজ্যের বিভিন্ন জায়গায় এ নাট্যানুষ্ঠান হবে। এখানকার উৎসব উৎযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন বিধায়িক রীতা কর।
এ নাট্যানুষ্ঠান নিয়ে এখানকার মানুষের মধ্যে দারুণ সাড়া লক্ষ্য করা গেছে।
এর আগেও বাংলাদেশের বহু নাট্যদল ত্রিপুরায় নাটক মঞ্চস্থ করেছে এবং তারা প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১