ঢাকা: ঘুষ কেলেংকারিতে শুরুতেই সমালোচিত হয়েছে বিজেপির প্রেসিডেন্ট লালকৃষ্ণ আদভানির দুর্নীতি বিরোধী রথযাত্রা।
ভারতের মনমোহন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি ৪০ দিনের রথযাত্রা শুরু করেছেন।
দুর্নীতি-বিরোধী এই রথযাত্রা শুরুর আগে বিজেপি নেতারা এক সংবাদ সম্মেলন করে। আর ওই সম্মেলনে প্রত্যেক সাংবাদিকের হাতে খামে করে ৫০০ টাকা দেওয়া হয়।
বিজেপি নেতাদের এমন কান্ডে আদভানি শুধু অস্বস্তিতেই নয়, প্রচ- ক্ষুব্ধ। অসহায় আদভানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ঘটনাটি উদ্বেগের। আমি বিষয়টি খোঁজ নেব। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি প্রভাত ঝা-কেও বলছি, উপযুক্ত পদক্ষেপ নিতে। ’
এদিকে আদভানির দুর্নীতি বিরোধী এই রথযাত্রা পণ্ড করতে দলের একাংশ এ কাজ করেছে বলে অভিযোগ তুলেছেন অনেক নেতা।
অন্যদিকে কংগ্রেস নেতা দিগি¦জয় সিংহ বলেন, ‘যে আদভানি রথযাত্রা করে দুর্নীতি মেটানোর কথা বলছেন, তিনি আগে নিজের যাত্রার দুর্নীতি আটকানোর চেষ্টা করুন। ’
আরেক নেতা বি কে হরিপ্রসাদ বলেন, ‘টাকা নেওয়া ও টাকা বিলি করার সংস্কৃতি বিজেপির নতুন নয়। ’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১