আগরতলা: এখন থেকে আগরতলা বসেই জানা যাবে বাংলাদেশসহ উত্তরপূর্ব ভারতের আবহাওয়ার খবর।
মঙ্গলবার আগরতলায় স্থাপন করা হলো অত্যাধুনিক ডপলার রাডার।
আগরতলা বিমানবন্দরের কাছে নতুন একটি ভবনে বসানো হয়েছে এই রাডার। এই নতুন ভবনটি রাজ্যের নতুন আবহওয়া অফিস।
মঙ্গলবার রাজ্যের বিজ্ঞান মন্ত্রী জয়গোবিন্দ দেব রায় নতুন ডপলার রাডার এবং নতুন ভবনটির উদ্বোধন করেন। পাঁচশ কিলোমিটার রেডিয়াস এলাকা জুড়ে কাজ করবে এই রাডার। আবহওয়াবিদরা জানিয়েছেন, ঝড়, বৃষ্টি, নদীর অবস্থা, সমুদ্রের খবর, প্রাকৃতিক দুর্যোগের পুর্বাভাস জানা যাবে এই রাডার মারফত। ২৪ ঘণ্টাই পওয়া যাবে এর তথ্য। উত্তরপূর্ব ভারতে এ ধরনের অত্যাধুনিক আবহাওয়া যন্ত্র আর নেই। সারা দেশে আছে মাত্র চারটি।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১