আগরতলা: পণ্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব রোধসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামছে সি পি আই (এম)। আগামী ১-৭ নভেম্বের চলবে এই প্রচার অভিযান।
বুধবার সাংবাদিকদের এ খবর জানান সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর। ত্রিপুরাতেও চলবে এই কর্মসূচি। রাজ্যের নানা জায়গায় সভা সমাবেশ করবে দল।
ভারতে এখন এক মাত্র ত্রিপুরাতেই সি পি আই (এম)’এর সরকার চলছে। আগামী ২০১৩ সালের প্রথম দিকে এই রাজ্যে নির্বাচন। ফলে নির্বাচনের দেড় বছর আগে কেন্দ্রিয় সরকার তথা কংগ্রেস দলের বিরুদ্ধে এই আন্দোলন বেশ গুরুত্বপূর্ণ।
দলও এই আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে। বিজন ধর জানান, দেশে বেকারত্ব বাড়ছে। চাষী তার ফসলের দাম পাচ্ছে না। সরকার জন কল্যাণকর কর্মসূচি থেকে তার হাত গুটিয়ে আনছে। তার উপর প্রতিদিন বাড়ছে জিনিসের দাম। এসবের বিরুদ্ধেই মানুষকে আমরা শামিল করবো আন্দোলনে।
এদিকে সি পি আই (এম) যখন তার প্রচার অভিযান চালাবে প্রায় সে সময়ই রাজ্যে আসার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধির। তিনিও রাজ্যে প্রাচার চালাবেন বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। সব মিলয়ে ত্রিপুরার রাজনীতি ফের কিছুটা উত্তপ্ত হবার মুখে ভোটের আগেই।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১