ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

“শিক্ষা দিবস” পলিত হবে দেশজুড়ে

ত চক্রবর্তী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ২১, ২০১১

আগরতলা:  মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন এবছর থেকে পালান করা হবে গোটা দেশ জুড়ে। ১১ নভেম্বর তার জন্মদিন পলিত হবে “শিক্ষা দিবস” হিসাবে।

মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামী।

বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান ত্রিপুরার বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।

১১ নভেম্বর “শিক্ষা দিবস”এর জাতীয় স্তরে মূল অনুষ্ঠান টি হবে হরিয়ানায়। ঐ দিন দেশব্যাপী “শিক্ষা কা হক” নামে একটি জাতীয় কর্মসূচি চালু হচ্ছে। কন্দ্রীয় শিক্ষা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৬-১৪ বছর পড়যন্ত শিক্ষা বাধ্যাতামুলক এবং অবৈতনিক। এই বিষয়টি কে প্রচারে নিয়ে যাবার জন্যই শুরু হচ্ছে “শিক্ষা কা হক” কর্মসূচি।

প্রধানমন্ত্রী মনমোহন সিং ঐ দিন একটি বার্তা দেবেন। যা সারা দেশের সবকটি স্কুলে পাঠ করে শোনানও হবে।   ত্রিপুরাতেও দিনটি যথাযথ ভাবে পালিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী তপন চক্রবর্তী।

৫ সেপ্টেম্বর ভারতের সর্বত্র পলিত হয় শিক্ষক দিবস হিসাবে। ঐ দিন ডঃ সর্বপ্ললি রাধাকৃষ্ণানের জন্মদিন, তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। এ বছর থেকে পালিত হবে প্রথম শিক্ষামন্ত্রীর জন্মদিনও।

বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।