ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মনমোহনের দ্বারস্থ মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মনমোহনের দ্বারস্থ মমতা

কলকাতা: রাজের উন্নয়ন নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্বারস্থ হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার এই নিয়ে তিনি প্রায় আধা ঘণ্টা ধরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন।



এদিন তিনি প্রধানমন্ত্রীকে বলেন, Ôগত ৩৪ বছরে বাম জমানায় রাজ্যের কোষাগার শূণ্য। বর্তমানে রাজ্য সরকারের প্রতি এক রুপি ৯৪ বেতন দিতে ও ঋণ শোধ করতে ব্যয় হয়। আর বাকি ৬ পয়সায় উন্নয়ন করা সম্ভব নয়। তাই কেন্দ্রের আর্থিক সাহায্য প্রয়োজন। ’

মমতা এদিন আবেদন করে বলেন, Ôআগামী ৩ বছর এই ঋণ না নিলেই রাজ্যের পরিস্থিতি উন্নতি হতে পারে। ’

তিনি আরও বলেন, Ôকেন্দ্রীয় সরকার যে ৯ হাজার কোটি রুপির অনুদান ঘোষণা করেছে, তার এক রুপিও এখন পাওয়া যায়নি। অবিলম্বে এই রুপি আমাদের দিতে হবে। ’

বৈঠক সূত্রে জানা গেছে, মমতা এদিন প্রধানমন্ত্রীর কাছে পাহাড়, জঙ্গলমহলসহ ১১টি জেলার উন্নয়নের অর্থ চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।