ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিনবিঘায় মমতা, চিদাম্বরমের না আসা নিয়ে ভারতের ব্যাখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
তিনবিঘায় মমতা, চিদাম্বরমের না আসা নিয়ে ভারতের ব্যাখ্যা

কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক তিনবিঘা করিডোর সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে যে বির্তক সৃষ্টি হয়েছে তা নিয়ে এবার মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার রাতে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে, ‘বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করছে সংবাদমাধ্যম।

সরকারি সিদ্ধান্ত অনুয়ায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সরকারের তরফে তিনবিঘা করিডোরে স্বাগত জানানো কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু একটি অনাভিপ্রেত কারণে তা হয়নি। ’

এই কারণটি জানাতে গিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার আসার আগের দিন ১৮ অক্টোবর পি চিদাম্বরমের মায়ের পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায়। পরের দিন তার অস্ত্রোপচার হয়। এই পরিস্থিতির কারণে তার তিনবিঘা যাওয়া সম্ভব হয়নি। সেই কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ তিনবিঘায় যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে এবিষয়ে আগেই জানানো হয়েছিল। রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন সময়ে বিস্তারিত কথা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের।

ভারতীয় সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।