আগরতলা (ত্রিপুরা): ত্রিপুড়ার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের পরিধি বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
রাজধানী আগরতলার উপকন্ঠেই আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশন। দিন দিন এর ওপর চাপ বাড়ছে। প্রতিদিন প্রায় একশটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশ থেকে এই ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে ত্রিপুরায় ঢুকছে।
তার ওপর গত মাসের ২৯ তারিক থেকে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করেও এখন পণ্য ঢুকছে ত্রিপুরায়। ফলে আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। অচিরেই এই স্টেশনের উন্নতি প্রয়োজন হয়ে পড়েছে।
আগামী মাসের প্রথম দিকেই ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশন এলাকা পরিদর্শনে আসবেন। মন্ত্রী সোমবার সন্ধ্যায় মহাকরণে এ খবর জানান। তার সাথে বাণিজ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরাও থাকবেন বলে জানা গেছে। তিনি নিজে সরজমিনে আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের বর্তমান অবস্থা দেখবেন।
এদিকে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে সহজে ত্রিপুরায় পণ্য আসতে পারায় খুশি আখাউড়ার ব্যবসায়ীরা। এই নৌবন্দর ব্যবহার করতে দেবার জন্য ত্রিপুরার ব্যবসায়ীরা দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছিলেন।
আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের পরিধি বাড়ানো গেলে উপকৃত হবে দু পাড়ের ব্যবসায়ীরা। লাভ হবে ব্যবসার।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১