আগরতলা (ত্রিপুরা) : প্রশাসনকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য জেলা, মহকুমা এবং ব্লকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে জেলা, মহকুমা এবং ব্লকের সংখ্যা বাড়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নতুন করে বাড়ছে চারটি জেলা। ছয়টি মহকুমা এবং পাঁচটি ব্লক।
এত দিন রাজ্যে জেলার সংখ্যা ছিল চারটি। এখন বেড়ে দাঁড়ালো আটটি। পুরানো চারটি জেলাকেই ভেঙ্গেই নতুন জেলাগুলো করা হয়েছে। নতুন জেলাগুলো হচ্ছে উনকটি, খোয়াই, সিপাহীজলা, এবং গোমতী। আগের চারটি জেলা হচ্ছে উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ধলাই এবং পশ্চিম ত্রিপুরা।
নতুন গঠন করা হয়েছে ছয়টি মহকুমা। আগে মহাকুমা ছিল সতেরটি। এখন তা বেড়ে দাঁড়ালো ২৩টি। ন্যুন গঠিত হওয়া মহাকুমাগুল হচ্ছে পানিসাগর, কুমারঘাট, করবুক, জম্পুইজলা, জিরানীয়া এবং মোহনপুর।
৪০টি ব্লক থেকে বেড়ে তা দাড়াচ্ছে ৪৫টি’তে। নতুন তৈরি হওয়া ব্লক গুলো হল যুবরাজনগর, দুর্গা চোমুহানি–সালেমা, জলাইবাড়ি-বগাফা, শিলাছড়ি- রুপাইছড়ি, এবং লেফুঙ্গা।
মুখ্যমন্ত্রী এদিন এই ঘোষণা দিয়ে বলেন, এতে করে প্রশাসনকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে। মানুষ হাতের কাছে সরকারি সব ধরনের সুযোগ পাবেন। সরকারি পর্যায়েও কাজ ক্রতে সুবিধা হবে।
এদিন দুপুরে হয় রাজ্য ম্নত্রীসভার বৈঠক।
সেই বৈঠকেই জেলা, মহকুমা এবং ব্লকের সংখ্যা বাড়ানোর সিধান্ত নেয়া হয় বলে জানাগেছে। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, জিতেন্দ্র চৌধুরী, মানিক দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১