কলকাতা: পরিবেশকে দূষণমুক্ত করতে এবার আলোর উৎসব দীপাবলিতে কলকাতার বাজারে এলো ভেষজ মোমবতি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণাগারে মোম, জুঁই ফুলের নির্যাস এবং পুরলিয়ার বিকসা ফলের গুড়ো দিয়ে তৈরি করা হয়েছে এই মোমবাতি।
নতুন পদ্ধতিতে তৈরি এই ভেষজ মোমবাতি কলকাতার বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে। দূষণমুক্ত এই মোমবাতি দেখতে ও শৌখিন। এই মোমবাতিটি জ্বালালে বিভিন্ন ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। একটি মোমবাতির দাম পড়ছে ৪ রুপি। একটি প্যাকেটে ৫টি করে মোমবাতি থাকছে।
দূষণমুক্ত এই মোমবাতি প্রকল্পের অধিকর্তা অসীম চ্যাটার্জি বুধবার কলকাতায় বাংলানিউজকে বলেন, এই মোমবাতি জ্বালালে কোনওরকম দূষণ ছড়াবে না। দূষণমুক্ত সমাজ গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি সংস্থা ও রাজ্য সমবায় দপ্তরকে এই মোমবাতি তৈরি ও বিক্রি করতে তারা আবেদন করেছেন বলেও এদিন তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১