কলকাতা: পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীন নির্বাচন আগামী ২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে সারাদিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠান চলবে।
সূত্র আরো জানাচ্ছে, দলটির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য ওই ৩০০ প্রতিনিধি অংশ নেবেন। তার আগে এই প্রতিনিধিদের নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কমিটি বা এ আই টি সি গঠিত হবে।
এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হচ্ছেন ২শ ৫০ জন। এছাড়া রাজ্যের জন্য গঠিত প্রদেশ তৃণমূল কমিটির সদস্য হচ্ছেন ১ হাজার ৭ শ ৫০ জন।
জানা গেছে, বর্তমানে সর্বভারতীয় সভাপতি পদে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনিই পুনির্বাচিত হচ্ছেন এটা নিশ্চিত।
তবে ওই দিন কেউ যদি মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান, তাহলে ভোটের ব্যবস্থা রাখা হচ্ছে গণতন্ত্রের স্বার্থে।
কিন্তু তার বিরুদ্ধে কোন প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১