আগরতলা (ত্রিপুরা): দীপাবলি উৎসব উপলক্ষে ত্রিপুরার সর্বত্র মানুষ মেতেছে আনন্দে। রাজ্যের বিভিন্ন জায়গায় দীপাবলি উপলক্ষে হচ্ছে শ্যামা মায়ের আরাধনা।
এদিন সন্ধ্যায় রাজ্যের গ্রাম-শহরের মানুষ তাদের ঘর-বাড়ি সাজিয়ে তুলেছেন। সন্ধ্যা থেকেই শহরের রাস্তায় মানুষ নামতে শুরু করেছেন। পুড়ছে রং বেরঙের আতসবাজি।
প্রতি বছর দীপাবলিতে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে বিরাট মেলা বসে। মুলত রাজ্যের সবচেয়ে বড় উৎসব হয় এখানেই। হিন্দুদের ৫১ শক্তি পীঠের মধ্যে একটি উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। ১৫০১ খ্রিষ্টাব্দে রাজা ধন্য মানিক্য এ মন্দির নির্মাণ করেন।
সামগ্রে উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ থেকেও এখানে লোক আসে। লক্ষাধিক লোকের সমাগম হয় উদয়পুরে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
পুলিশ জানায়, সন্ধ্যা থেকেই উদ্যপুরের রাস্তা চলে গেছে জনভীড়ের দখলে। উৎসবের শান্তি বজায় রাখতে আতিরিক্ত ১৫০০ নিরাপত্তা কর্মী নামানো হয়েছে। দশটি সি সি টি ভি এবং কুড়িটি ওয়াচ টাওয়ার বাসানো হয়েছে।
ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে অস্থায়ী এক হাজারের বেশি দোকান খুলেছে। রাত যত বাড়বে মানুষের ভিড় তত বাড়বে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দীপাবলি উপলক্ষে বুধবার সকালে আখাউড়া সীমান্তে দু’দেশের সিমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানরা মিলিত হন। বিএসএফ বাহিনী বিজিবিদের হাতে মিষ্টি এবং ফল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১