কলকাতা: রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপূজার রাতে ছিল শব্দবাজির দাপট।
বুধবার সন্ধ্যার দিকে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও রাত যত বেড়েছে কলকাতা শহর ও শহরতলীতে বেড়েছে ততই শব্দবাজির দৌরাত্ম।
বিশেষ করে বেহালা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, গড়িয়া, কসবা অঞ্চলে শব্দবাজির দৌরাত্ম ছিল সব থেকে বেশি।
শব্দবাজি ফাটানোর অভিযোগে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মোট ৮৫০ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আটক করা হয়েছে ১৫০ কেজি শব্দবাজি।
এদিকে কালীপূজার দিন রাতেই বাজির ফুলকি থেকে আগুন লেগে যায় টালিগঞ্জ টেকনিশিয়ান্স স্টুডিওর ছাদে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকলের তিনটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।
ভারতীয় সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১