ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পৃথিবীর সাতশ` কোটিতম মানব সদস্য জন্ম নিচ্ছে ভারতে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

আগরতলা (ত্রিপুরা) :  এ মাসের শেষ দিনটি জনসংখ্যার নিরিখে এক বিশেষ দিন হতে যাচ্ছে। ৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা পৌঁছে যাবে সাতশ` কোটিতে।

সম্প্রতি জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

বিশ্বের কাছে এ দিনটি যেমন বিশেষ গুরুত্ব পাচ্ছে তেমনি এর আলাদা গুরুত্ব রয়েছে ভারতের কাছেও। কারন, পৃথিবীর সাতশ’ কোটিতম সদস্য জন্ম নেবে এ দেশেই।

জাতিসংঘ বলছে, উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের পিঙ্কি পওয়ার ৩১ অক্টোবর তার প্রথম সন্তানের জন্ম দেবার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে পিঙ্কি পওয়ারের সন্তানটি-ই হতে যাচ্ছে পৃথিবীর সাতশ’ কোটিতম সদস্য। ২৫ বছর বয়সী এই হবু ‘মা’ চান তার সন্তানটিকে এক সুন্দর সুস্থ জীবন উপহার দিতে।

৩১ অক্টোবর যে নবজাতকরা সেদিন জন্ম নেবে তাদের বেশির ভাগ শিশুই হবে ভারতীয়। কারন, পৃথিবীতে জন্ম হার বেশী এ দেশেই। এখানে প্রতি মিনিটে  ৫১টি শিশুর জন্ম হয়। যার অর্থ ভারতে প্রতিদিন জন্ম নেয় ৭৩ হাজার ৪৪০টি শিশু। আর যে এলাহাবাদ শহরে সাতশ’ কোটিতম মানব শিশু জণ্ম নিতে যাচ্ছে সেখানে প্রতি মিনিটে জন্ম নেয় ১১তি শিশু। সেদিক থেকে এক দিনেই এলাহাবাদ শহরে জন্ম নেয় প্রায় ষোল হাজার শিশু।

জনসংখ্যা সাতশ’ কোটি ছাড়িয়ে যাওয়া কোন সাধারন ব্যাপার নয়। এত বিপুল সংখ্যক মানুষের খদ্য, বাসস্থান, পানীয়, কাপড়, শিক্ষা, কর্ম সংস্থানের মতো মৌলিক চাহিদা গুলোর যোগান দেয়াও বিশাল চ্যালেঞ্জের। মুলত এই  চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র হিমশিম খাছে। কারন, এখনই বিশ্বের প্রায় ৯৩ কোটি মানুষ প্রতিদিন অভুক্ত থাকে। যার অর্থ, প্রায় প্রতি সাত জন মানুষের মধ্যে এক জন অভুক্ত থাকছে প্রতিদিন।  

জাতিসংঘ সতর্কবাণী দিয়ে বলেছে, আগামী ৫০ বছ্রের মধ্যে পৃথিবীর জনসংখ্যা আরও ২-৩ বিলিয়ন বাড়বে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।