কলকাতা: সিঙ্গুর জমি মামলায় কলকাতা হাইাকোটের্র ডিভিশন বেঞ্চে সোমবার আবেদন জানাতে পারল না টাটা মোটরস। এদিনএক আইনজীবীর মৃত্যুতে আদালতের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন।
ফলে আগামীকাল বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে টাটা মোটরসের আইনজীবী সমরাদিত্য পাল আবেদন জানাবে বলে জানা গিয়েছে।
এর আগে গত শনিবারই টাটারা সিদ্ধান্ত নেয়, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করবে। সেই মত এদিন আদালতে আপিল করার কথা ছিল টাটা মোটরসের।
এদিকে টাটা মোটরসের এই সিদ্ধান্তে সিঙ্গুর চাষিদের অস্ব¯িততে ফেলেছে। চাষিদের একাংশের দাবি, আদালতের মামলা কবে মিটবে, তার কোন ঠিক নেই। টাটারা ডিভিশন বেঞ্চে হেরে গেলে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ফলে সেখানেও বেশ কিছুটা সময় চলে যাবে। স্বাভাবিকভাবেই টাটাদের এই সিদ্ধান্তে বেশ হতাশ স্থানীয় কৃষকরা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সিঙ্গুর আইন বৈধ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল ডিভিশন বেঞ্চ। তবে আদালত জানিয়ে দিয়েছিল, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২ নভেম্বরের মধ্যে যে কোন পক্ষ আপিল জানাতে পারে।
ভারতীয় সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১