ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার শ্রীমন্তপুর কাস্টমস স্টেশন আধুনিকীকরণে আর বাধা নেই

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সোনামুড়া সীমান্তে শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টমস স্টেশনের আধুনিকীকরণে আর কোনও বাধা রইল না। জমি পাওয়া নিয়ে সমস্যার কারণে অনেক দিন ধরেই স্টেশনটির আধুনিকীকরণ আটকে ছিল।

গত সোমবার জমি নিয়ে জটিলতা কেটে গেছে।

এদিন সন্ধ্যায় রাজ্য মহাকরণে এ খবর জানান বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।

তিনি জানান, খুব শিগগির কাস্টমস স্টেশনটি আধুনিক করার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনীয় জমি পাওয়া গেছে। স্টেশনটি উন্নত করতে খরচ হবে ১৪ কোটি রুপি।

আখাউড়ার পরই ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সবচে বেশি বাণিজ্য হয় শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে। মুলত দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে বলে মন্ত্রীর আশা।

ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে ৭টি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে। এর মধ্যে সাব্রুমের রামগড় ল্যান্ড কাস্টমস স্টেশনটিতে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাকি ছয়টি কেন্দ্র দিয়ে ভালো বাণিজ্য হচ্ছে। তবে ত্রিপুরায় বাংলাদেশ থেকে পণ্য আমদানি বেশি হয়। সে তুলনায় ত্রিপুরার রপ্তানি অনেক কম।

রাজ্যের সবকটি ল্যান্ড কাস্টমস স্টেশনকেই উন্নত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। আখাউড়ার স্টেশনটিকে ইন্টিগ্রেটেড চেকপোস্ট করার কাজ চলছে। দিল্লির একটি সংস্থা এর নির্মাণ কাজ করছে। পুরো প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি রুপি।

এদিকে দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে কর্মশালা করতে রাজ্যে আসছেন ভারতের বিদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অনুপ পুজারি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।