আগরতলা (ত্রিপুরা) : রাত পোহালেই ঈদ উৎসব। ত্রিপুরা রাজ্যজুড়ে এখন খুশীর হাওয়া।
মানুষ ব্যস্ত উৱসবের আয়োজনে। মূল্য বৃদ্ধির বাজারেও সাধারণ মানুষ তার সাধ্যমত আয়োজন এবং কেনাকাটায় নেমেছেন।
ত্রিপুরার যেসব এলাকায় বেশি মুসলমান থাকেন সেসব জায়গায় সরকারি তরফে অতিরিক্ত কাজের ব্যবস্থা করা হয়েছে। এতে মানুষের হাতে উৱসবের আগে কিছু টাকা এসে গেছে। এ দিয়ে তারা উৱসবের কেনাকাটা করছেন।
এটা ঈদ উল আযহা হলেও রাজ্যের বাজারগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনণর সেমাই। এছাড়া পাঠা, খাসি, গরু, হাঁস, মুরগী বিক্রি হচ্ছে বাজারগুলোতে।
ঈদ-উল আযহা উপলক্ষে হচ্ছে অতিথি আপ্যায়নের তোড়জোড়। ঘটে আত্মীক মেলবন্ধন। প্রসারিত হয় সম্প্রীতির বাতাবরণ। ত্রিপুরার সর্বত্র হিন্দু – মুসলিম অংশের মানুষের এই ঐক্যের ছবির মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদ।
শনিবার এবং রোববার রাজ্যের প্রতিটি বাজার ছিল জমজমাট। মুলত: এদিন কৈলাসশহর, সোনামুড়া, বিশালগড়, প্রভৃতি এলাকার বাজারগুলোতে ঢুকতে হিমসিম খেতে হয়েছে। এই এলাকাগুলতেই মুসলিম অংশের মানুষ থাকেন সব চেয়ে বেশী।
এদিকে মসজিদগুলোতেও চলছে প্রস্তুতি। সোমবার রাজ্যের মাসজিদগুলোতে হাজার হাজার মানুষের সমাগম হবে। ইদ-ঈদ উল আযহা উপলক্ষে আগামীকাল দেশ জুড়ে থাকবে সরকারি ছুটি।
বাঙলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১