ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ১০ নভেম্বর

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১

কলকাতা: ১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে বলে জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি টলিউডের সাবেক নায়ক রঞ্জিত মল্লিক।

রোববার তিনি বলেন, এ বছরের চলচ্চিত্র উৎসবের ছবিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে।

বিশ্ব, এশিয়ান, আঞ্চলিক ও কলকাতা এবং ট্রিবিউট বিভাগ। কলকাতা বিভাগে থাকছে সত্যজিৎ রায় ও ঋত্বি ঘটকের মতো বরেণ্য চিত্রপরিচালকদের ছবি। ট্রিবিউট বিভাগে প্রয়াত অশোককুমার ও মহানয়ক উত্তমকুমারের ছবি দেখানো হবে। ’

এদিন তিনি আরও বলেন, এই উৎসবের জন্য একটি প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে পরিচালক ও কণ্ঠশিল্পী অঞ্জন দত্তের নেতৃত্বে। এই কমিটি প্রায় আড়াইশোর মতো ছবি মধ্যে থেকে বাছাই করে উৎসবের প্রর্দশনের জন্য ছবি নির্বাচিত করেছেন। এই বছর থেকেই ‘নেট প্যাক’ বলে একটি সম্মাননা দেওয়া হবে উৎসবের সেরা ছবিকে।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, এবারের বাজেট প্রায় ২ কোটি ৭৫ লাখ রুপি। বিশ্বের ৫০টি দেশের সেরা ১২৫ জন পরিচালকের ১০৫টি ছবি এবারের উৎসবে প্রদর্শিত হবে। এই উপলক্ষে কলকাতা চলচ্চিত্র উৎসব নামে ওয়েব সাইট (www.kff.in) খোলা হয়েছে। এবাওে চলচ্চিত্র উৎসবে প্রথম একটি থিম সঙ করা হয়েছে, এই গানটি গেয়েছেন বিশিষ্ট কন্ঠশিল্পী নচিকেতা।

উৎসব কমিটির পক্ষ থেকে জানা গেছে, প্রতিবারের মতো এবারের নন্দনে নয়, আরও বড় পরিসরে নেতাজী ইনডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে এবাওে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও প্রবীণ চিত্রনায়িকা শর্মিলা ঠাকুর। অতিথি রুপে উপস্থিত থাকবেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ ও টলিউডের সাবেক নায়িকা সুপ্রিয়া দেবী সহ সমগ্র টলিউডের শিল্পীরা।

এদিনের অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশিষ্ট কয়েক জন অভিনেতা ও অভিনেত্রীকে আজীবন সম্মাননা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী ছবি রূপে বিকাল সাড়ে ৫টায় দেখানো হবে নেদারল্যান্ডের পরিচালক জোরাম লারসেনের ৯৩ মিনিটের ছবি ‘দ্য ম্যাজিসিয়ন্স’।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত কলকাতার নন্দন (১,২,৩), রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, নবীনা, পূর্বশ্রী, নিউ এম্পারার, ফেম, স্টার এবং এসআরএফটিআই সহ মোট ১১টি প্রেক্ষাগৃহে এবার উৎসবের চলচ্চিত্র প্রর্দশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।