আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরার সর্বত্র উদযাপিত হচ্ছে খুশীর ঈদ। রাজ্যের প্রতিটি মসজিদে এদিন সকাল থেকেই ছিল ব্যাপক ভীড়।
ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস আর ত্যাগের মহিমায় ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই ত্রিপুরায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
নামাজ আদায়ের মধ্য দিয়েই সকালে শুরু হয় ঈদুল আযহার আনুষ্ঠানিকতা। বিভিন্ন অংশের মানুষ পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করছেন।
ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাস্তায় যানবাহন এবং লোকের চলাচল অন্য দিনের তুলনায় অনেক কম। তবে শহরের মিষ্টির দোকানগুলোতে ঈদ উপলক্ষে বেশ ভীড়।
রাজধানীর সবচেয়ে পুরানো মসজিদ গেদু মিঞার মসজিদ। এখানে নামাজ পড়েন এবং ইদের প্রার্থনা করেন শহরের মুসলিমরা।
ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিকে সকালে আখাউড়া সীমান্তে দু দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানরা মিলিত হন। বিএসএফ আধিকারিকরা বিজিডি কর্মকর্তাদের হাতে মিষ্টি এবং ফুল তুলে দিয়ে শুভেছা জানান। বিজিডি কর্মকর্তারাও উপহার সামগ্রী দেন বিএসএফ আধিকারিকদের।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১১