ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রণব মমতা বৈঠক মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, নভেম্বর ৭, ২০১১

কলকাতা: পেট্রলের মূল্যবৃদ্ধি,রাজ্যের আর্থিক পরিস্থিতিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রনব মুখার্জি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

রাজভবনে রাজ্যপাল এমকে নারায়নণের উপস্থিতিতে এই বৈঠক হতে পারে বলে জানা মহাকরণ সূত্রে জানা গেছে।



পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিসহ রাজ্য সরকারকে কেন্দ্রের আর্থিক বরাদ্দের বিষয়টিই বৈঠকে উঠে আসতে পারে বলে রাজনৈতিকমহলের ধারণা।

এদিকে, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের ইউপিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দেওয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষোভের কথা জানাতে চলেছে তৃণমূল পরিষদীয় দল।

উল্লেখ্য, পেট্রলের মূল্যবৃদ্ধির পর গত শুক্রবার তৃণমূল পরিষদীয় দল এই ইস্যুতে বৈঠকে বসে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।