কলকাতা: পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বৈঠকে কোনও সমাধান বের হয়নি। অন্য দিকে নয়াদিল্লিতে তৃণমূল সংসদেও প্রবল বিরোধীতার মধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিং সাফ জানিয়ে দিলেন দাম কমার কোনও প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে কলকাতার রাজভবনে আয়োজত এই বৈঠকে যোগ দিতে আসেন প্রণব মুখার্জি। এর কিছুক্ষণ পরেই কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকে নিয়ে আসেন মমতা ব্যানার্জি। প্রায় ১ ঘন্টা ধরে রুদ্ধাদ্বার বৈঠকে পর বাইরে চলে আসেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, যতবার দাম বাড়বে, ততবার প্রতিবাদ করব। আমাদের দলের একজন সংসদ সদস্য বাদে বাকি সবাই আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমাদের প্রতিবাদের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি যে খারাপ, তা আজ নয় বহু আগেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি।
অন্যদিকে নয়াদিল্লিতে তেলের দাম কমানো সম্ভব নয় বলে তৃণমুল সংসদ সদস্যরা কার্যত হাতজোড় করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব জুড়ে আর্থিক মন্দা চলছে। দেশের অর্থনীতি শক্ত করতে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। আপনার সিনিয়র রাজনীতিবিদ। মমতা ব্যানার্জি অঅপনাদেও গুরুত্বপূর্ণ নেত্রী। দেশের অর্থনীতি দিকে তাকিয়ে বলছে, দাম কমানোর কোনও সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে লোকসভার তৃণমুল নেতা সুদীপ ব্যানার্জি বলেন, পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে আমাদের আপত্তির কথা আমরা বলেছি। আমরা তার সাথে একমত হতে পারেনি।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘন্টা, নভেম্বর ০৯, ২০১১