ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১৬ নভেম্বর বিধায়ক হিসাবে শপথ নেবেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, নভেম্বর ৯, ২০১১

কলকাতা: প্রথমবার রাজ্য বিধানসভার নির্বাচিত বিধায়ক রূপে শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার রাজ্য বিধানসভা সূত্রে জানা গেছে, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তাকে আগামী ১৬ নভেম্বর বুধবার বিধায়রক রূপে শপথ বাক্য পাঠ করাবেন।

বিধানসভার ভবনের ঐতিহাসিক নৌশাদ আলি কক্ষে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে।

ওই দিন মুখ্যমন্ত্রী ছাড়াও বসিরহাট উত্তর কেন্দ্রে উপ-নির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক এটিএম আবদুল্লাও এদিন শপথ নেবেন।

উল্লেখ্য, প্রায় ২৫ বছরের সংসদীয় রাজনীতি করার পর এই প্রথম ভারতের একটি অঙ্গ রাজ্যে মমতা ব্যানার্জি বিধায়ক রূপে শপথ নিতে চলেছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।