আগরতলা (ত্রিপুরা): সন্ত্রাসবাদী তৎপড়তা ত্রিপুরায় আবার তেজী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দিনই সন্ত্রাসবাদীদের সাথে ত্রিপুরা স্টেট রাইফেলসের (টি এস আর) জওয়ানদের সংঘর্ষ হয়েছে।
সন্ত্রাসবাদীদের একটি দল এলাকায় ঢুকেছে জোর করে চাঁদা আদায়ের জন্য, পুলিশের কাছে এই ধরনের একটি খবর ছিল। গোপন সূত্রে পাওয়া ঐ খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে টি এস আর জওয়ানরা অভিযান চালায়।
মানিকপুরের ভেতরের জঙ্গলে সন্ত্রাসবাদীদের সাথে নিরাপত্তা কর্মীদের গুলি বিনিময় হয়। দুই পক্ষই ব্যপক ভাবে গুলি ছোঁড়ে। তবে জওয়ানদের তিব্র আক্রমণের মুখে পালিয়ে যায় জঙ্গী দলটি। কোনও পক্ষেই আহত বা নিহতের খবর নেই।
জঙ্গী দলে ৫/৬ জন ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এরা কোনও জঙ্গী দলের সদস্য কি-না তা এখনও জানা যায় নি। ঘটনা স্থলে তল্লাশি চালিয়ে পুলিশ একটি বন্দুক এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১