কলকাতা: সমাজের মূলস্রোতে ফিরে আসার জন্য ফের একবার মাওবাদীদের আহ্বান করে তাদের উদ্দেশ্যে আবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
চার জেলায় সফরকালে শুক্রবার পুরুলিয়ার বলরামপুরের জনসভায় প্রায় পুরো সময়টাই মাওবাদীদের তীব্র সমালোচনা করেন তিনি।
দ্ব্যর্থহীন ভাষায় এদিন তিনি মাওবাদীদের বলেন, কাপুরুষের মত খুন বন্ধ না করলে সরকার কড়া পদক্ষেপ নেবে।
মমতা বলেন, মাওবাদীরা গরীব মানুষের শ্রেণীশত্রুতে পরিণত হয়েছে। যারা খুন করে, তারা আমার শত্রু । শুধুমাত্র তৃণমূল করার অপরাধেই দলের একের পর এক কর্মী খুন হয়ে যাচ্ছে। সরকার এসব আর বরদাস্থ করবে না।
তিনি অভিযোগ করে বলেন, মাওবাদীরা রাতের অন্ধকারে কাঁপুরুষের মত খুন করছে। ভয় দেখিয়ে টাকা রোজগার করছে। উন্নয়নে শান্তি রোধ করছে।
মাওবাদীদের হুঁশিয়ারের পাশাপাশি এদিন সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরুলিয়াবাসীরা যা চাইবেন তাই পাবেন। চাকরি থেকে শুরু করে স্কুল-কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম সমস্ত কিছুই। পরিবর্তে মাওবাদীদের সমর্থন করা চলবে না। সাধারণ মানুষ রুখে দাঁড়ালে বন্দুক নিয়ে পালাবে মাওবাদীরা। আপনারা রুখে দাঁড়ান।
এক গুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ৫৩টি মাধ্যমিক স্কুল, ৩২৬টি উচ্চমাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করা হবে। মুসলিম ছাত্রীদের জন্য তৈরি হবে আবাসন। ১১ হাজারেরও বেশি ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। তেমনি বাঘমুন্ডিতে তৈরি হবে পলিটেকনিক কলেজ। তৈরি হবে স্টেডিয়াম ও স্পোর্টস অ্যাকাডেমি। তেমনি অযোধ্যা পাহাড়ে গড়ে তোলা হবে পর্যটন শিল্প।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘন্টা, নভেম্বর ১১, ২০১১