আগরতলা (ত্রিপুরা) : তীর্থ ভ্রমণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ত্রিপুরার চার জনের। মেঘালয়ে বাস দুর্ঘটনায় এরা মারা যান।
নিহতদের মধ্যে তিন জনই মহিলা।
ঘটনার খবর পাওয়ার পরই মেঘালয়ে পাঠানো হয়েছে রাজ্যের এক প্রতিনিধি দল।
রাজ্যের মুখ্য সচিব মেঘালয়ের মুখ্য সচিবকে অহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন। তাছাড়া মৃতদেহগুলো আগরতলায় পাঠানোর জন্য ব্যবস্থা করতেও বলা হয়েছে।
পরিবহন এবং পুলিশ সূত্রে বলা হয়েছে, ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস গুয়াহাটি থেকে আগরতলা আসছিল। যাত্রীরা তীর্থ সেরে ঘরে ফিরছিলেন।
শুক্রবার সকাল বেলায় বাসটি মেঘালয়ে ময়ানধিতিতে দুর্ঘটনায় পড়ে। এতে ত্রিপুরার ভালোরানী পাল, কল্পনা বিশ্বাস, রুহিদাস মুহুরী এবং শোভা নন্দী ঘটনা স্থলে মারা যান।
আহতদের ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে।
নিহতরা সবাই বিলনীয়ার বাসিন্দা। এ দিন সন্ধ্যায় এ ঘটনার খবর বিলনিয়ায় পৌঁছানোর পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১