কলকাতা: ভারতে পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয় বলে পরিস্কার জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
শনিবার পশ্চিমবঙ্গের বহরমপুর শহরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয়, কারণ এমনিতেই জ্বালানি তেল কোম্পনিগুলোকে অনেক ভর্তুকি দিয়েছে সরকার। অপরিশোধিত তেলের দাম অনেক বেড়ে গেছে। বিদেশী তেল কোম্পানিগুলো তেলের দাম বাড়াচ্ছে।
এদিন তিনি নিজস্ব রাজস্ব বাড়ানোর ব্যবস্থা করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে পরামর্শ দেন। তিনি বলেন, কেন্দ্রের ওপর ভরসা করলে চলবে না।
রাজ্যের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য সাবেক বামফ্রন্ট সরকারকে দায়ী করে বলেন, বার বার বলা সত্ত্বেও তারা রাজস্ব বাড়াতে ব্যর্থ হয়েছেন। তাই বর্তমান রাজ্য সরকার আর্থিক সঙ্কটে পড়েছে।
দাম বাড়লে হরতাল করে সমস্যার সমাধান হয় না বলে তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘন্টা, নভেম্বর ১২, ২০১১