ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রতিশ্রুতি রাজ্য সরকারের, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

কলকাতা: মহানগরীর ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের কাজে যোগ না দিলে শাস্তির কথা বলে কড়া বার্তা দিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। পাশাপশি তাদের হাসপাতালের িভতরে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি।



শনিবার বিকালে স্বাস্থ্য দফতর জুনিয়র ডাক্তারদের উদ্দেশে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয়েছে, অবিলম্বে কাজে যোগ না দিলে কনভোকেশনে তাদের সার্টিফিকেট দেওয়া হবে না।

এ ঘোষণার পর পরই  জুনিয়র ডাক্তারদের এ আন্দোলনে বিভাজন দেখা দিয়েছে। তারা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে আলোচনায় বসেন। তাদের দাবি মুখ্যমন্ত্রী মৌখিক বা লিখিত আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রক নিজের হাতে রেখেছেন। তাই তার হস্তক্ষেপ বার বার দাবি করছিলেন জুনিয়র ডাক্তাররা।
এদিনই দুদিনের জেলা সফর শেষ করে শনিবারই মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসেন। রাতে স্বাস্থ্য মন্ত্রকের তরফে লিখিত ভাবে বলা হয় জুনিয়র ডাক্তারদের হাসপাতালের ভিতরে ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে। এরপরই রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার দাবিতে ৩৩০ জন জুনিয়র ডাক্তার এবং নার্সদের একাংশ এই কর্মবিরতিতে অংশ গ্রহণ করেন। ফলে প্রায় অচল হয়ে পড়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। রোগীরা চরম ভোগান্তির শিকার হন।

ভারতীয় সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।