ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের মন্ত্রীদের বেতন ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার

সিনিয়র করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, নভেম্বর ১৯, ২০১১

কলকাতা: রাজ্যের মন্ত্রীদের এবার বেতন ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। শনিবার মহাকরণ সূত্রে এখবর জানানো হয়।


 
সূত্র জানিয়েছে, এখন থেকে প্রতিদিন সরকারি কাজে উপস্থিত থাকলেই মন্ত্রীরা এক হাজার রুপি করে পাবেন। এর ফলে তাদের বেতনের সঙ্গে আরও ২০ হাজার রুপি অতিরিক্ত যোগ হবে। এছাড়া মন্ত্রীদের বিভিন্ন সুযোগসুবিধা যা পেয়ে থাকেন তাও পাবেন।

সাবেক বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘদিন মন্ত্রীদের বরাদ্দ না বাড়ানোয় খুব কম টাকাই মন্ত্রীরা বেতন হিসেবে পেতেন। ভারতের অন্য কোনো রাজ্যে এতো কম বেতন নেই মন্ত্রীদের।
 
ভারতীয় সময়: ১৬০০ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।