ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিহত মাওবাদী নেতা কিষেণজির শেষকৃত্য সসম্মানে করার নির্দেশ মমতার

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, নভেম্বর ২৫, ২০১১
নিহত মাওবাদী নেতা কিষেণজির শেষকৃত্য সসম্মানে করার নির্দেশ মমতার

কলকাতা: যৌথবাহিনীর সাথে সংঘর্ষে নিহত মাওবাদী নেতা কিষেণজির শেষকৃত্য সসম্মানে করার জন্য রাজ্যের ডিজি নপরাজিত মুখার্জিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্য প্রশাসন সুত্রে শুক্রবার জানা গেছে, কিষেণজির আত্মীয়দের ঘোষিত সরকারি সাহায্য দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী বলেছেন।



এদিকে এদিন সকালেই ঝাড়গ্রামে পৌঁছান ডিজি নপরাজিত মুখার্জি। তিনি উপস্থিত থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব কিছু তদারকি করবেন।

এদিনই অন্ধ্রপ্রদেশ থেকে কবি ভারভারা রাও ও কিষেনজির ভাইজি দীপা আসবেন কিষেনজিকে লাশ সনাক্ত করতে। কিষেণজির মা(৮৫) এখনও জীবিত এবং ক্যানসারে আক্রান্ত। কিষেনজির নিজের গ্রামে তার শেষকৃত্য করতে চান পরিবারের লোকেরা।

এদিকে, আর এক মাওবাদী শীর্ষ নেতা আজাদের মৃত্যু ভুয়ো সংঘর্ষে হয়েছে বলে লালগড় মঞ্চে দাঁড়িয়ে সাবেক বামফ্রন্ট সরকারের আমলের বিরোধী দলনেতা মমতা ব্যানার্জি সেদিন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন। কিষাণজির মৃত্যুতে তিনি সে ধরনের কিছু পদক্ষেপ নেন কিনা সেটাই দেখার বিষয। কারণ তিনি এখন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দফতরের প্রধান।

ভারতীয় সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।