কলকাতা: দাবিদার না থাকায় গত দেড় বছর ধরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে যৌথবাহিনীর হাতে নিহত ১৪ জন মাওবাদীর লাশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর মধ্যে রয়েছে মাওবাদীদের প্রকাশ্য সংগঠন জনগনের কমিটির সম্পাদক সিধু সরেনের লাশ।
হাসপাতালের সুপার রামনারায়ণ মাইতি বলেন, এই বিষয়ে কি করণীয় তা জানতে চেয়ে জেলাশাসক ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, হাসপাতালের মোট ১২টি আইস চেম্বারের মধ্যে ৭টি চেম্বারে এই লাশগুলো রাখা হয়েছে। এর ফলে হ্সাপাতালে অন্য লাশ আসলে তা রাখতে অসুবিধা হচ্ছে। অনেক সময় মর্গের ফ্লোরে লাশ রাখতে হচ্ছে।
এই অসুবিধার কথা স্বীকার করে জেলা পুলিশ সুপার বলেছেন, এই ১৪টি লাশ পরিবারের সদস্যরা সনাক্ত করতে এলে কিছু তথ্য পাওয়া যেত। কিন্তু কেউ আসেননি। এমনকি সিধু সরেনের পরিবারের সদস্যরা লাশটি নিয়ে যাননি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১১