আগরতলা (ত্রিপুরা): রাজ্যের দুই নদী যুক্ত হবে বাংলাদেশের জলপথের সঙ্গে। হাওড়া এবং ত্রিপুরার প্রধান নদী গোমতীকে বাংলাদেশের জলপথের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্রমশ উন্নতির ফলে বাড়ছে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য। শুধু তাই নয়, ভবিষ্যতে ত্রিপুরার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের অন্যতম মাধ্যম হতে পারে বাংলাদেশ। তাই ত্রিপুরা চাইছে বাংলাদেশের সঙ্গে জলপথেও সম্পর্ক গড়ে তুলতে।
রাজ্যের পরিবহন সচিব কিশোর আম্বুলি জানিয়েছেন, গোমতী এবং হাওড়ার নাব্যতা বাড়িয়ে এ দুটি নদীকে জলপথে চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নাব্যতা বাড়ানো গেলে সহজেই বাংলাদেশ থেকে জলপথে জলযান ঢুকতে পরবে রাজ্যে। তা সম্ভব হলে দুই দেশের মধ্যে ব্যবসার আরও একটি ক্ষেত্র খুলে যাবে বলে জানিয়েছেন কিশোর আম্বুলি।
যে সংস্থাটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে তাদের প্রাথমিক জরিপের কাজ শেষ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১