আগরতলা (ত্রিপুরা): সোমবার রাতে সদর উত্তর এলাকায় ধরা পড়েছে দুই কট্টর জঙ্গি। ধৃত দুজন ত্রিপুরার বেআইনী ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি দলের সদস্য।
ধৃত দুজন হলো- খোয়াইয়ের পিন্টু দেববর্মা ওরফে পিঠা এবং গণ্ডাছড়ার জয়রাম ত্রিপুরা। তাদের কাছে অবশ্য কোনো হাতিয়ার পাওয়া যায়নি।
পুলিশ জানিয়াছে, ধৃত দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ২০০৭ সাল থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। ওই বছরেই তারা জঙ্গি দলে যোগ দেয়। সদর উত্তর এলাকার বিভিন্ন জায়গায় এরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চলিয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল।
সোমবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এই দুজনকে পাকড়াও করে। তারপর তাদের তুলে দেয় সিধাই থানার হাতে। পুলিশ প্রথমে ভেবেছিল, এরা সামান্য চোরাচালানকারী। কিন্তু কথাবার্তা বলতেই পুলিশের সন্দেহ হয়। পরে খোঁজ খবর নিয়ে দেখা যায়, দু’জনই কুখ্যাত সন্ত্রাসবাদী।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১