ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার সরকারি হাসপাতালে শিশুর মৃত্যু কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

কলকাতা: শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়াল কলকাতার বিসিরায় শিশু হাসপাতালে। গত তিন দিনে এই হাসপাতালে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এরমধ্যে সোমবার রাতে ৩ শিশুর মৃত্যু হয়।

এদিকে বার বার এই হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় এদিন উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মঙ্গলবার হাসপাতালে বিক্ষোভ দেখায় হাসপাতালে ভর্তি শিশুদের আত্মীয়রা।

তাদের দাবি, এই হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকাঠামোর পাশাপাশি চিকিৎসক ও নার্সদের গাফিলতিকেও এই মৃত্যুর জন্য দায়ি করেছেন তারা।

এদিকে এই ঘটনাকে বড় করে দেখতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, হাসপাতালের গাফিলথিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত সোমবারই বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বিসিরায় হাসপাতাল পরিদর্শন করে এখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন। কর্তৃপক্ষকে তারা প্রয়োজনীয় পরামর্শও দেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।