আগরতলা (ত্রিপুরা): দেশের খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে এবার সরব হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সি পি আই (এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার এ দেশের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত বিলও আনা হয়েছে লোকসভাতে। কংগ্রেস ছাড়া দেশের প্রায় সবক’টি দল এই বিলের বিরোধিতা করছেন। লোকসভাতে এই বিলকে কেন্দ্র করে গত দু’দিন ধরে ব্যাপক হাঙ্গামা চলছে।
এদিকে এই বিলের বিরোধিতা করে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডারস ব্যবসা বন্ধের ডাক দিয়েছে আগামী ১ ডিসেম্বর।
এমনকি বর্তমান কেন্দ্রীয় সরকারের শরিক তৃণমূল কংগ্রেসও বিরোধিতা করছে এই বিলের।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী প্রকাশ্যে এই বিলের সমালোচনা করেন। এবার মুখ্যমন্ত্রীদের এই সারিতে যুক্ত হলেন মানিক সরকারও।
তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে বিপন্ন হবে দেশের কোটি কোটি খুচরা ব্যবসায়ী। দেশে কর্মহীনের সংখ্যা বাড়বে বলেও আশঙ্কা করেন তিনি।
মানিক সরকার বলেন, ভারতে এমনিতেই বেকার সমস্যা মারাত্মক। তার উপর এ ধরনের সিদ্ধান্ত সেই সমস্যাকে আরও চাঙ্গা করে তুলবে।
এদিকে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডারসের ডাকা ১ ডিসেম্বরের ব্যবসা বন্ধকে সমর্থন জানিয়েছে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটি।
বাংলাদেশ সময় : ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১১