ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাজা হলো ২৬ বছর পর!

তন্ময় চক্রবর্তী, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১১

আগরতলা (ত্রিপুরা): সরকারি অর্থ তছরুপের দায়ে ২৬ বছর পর ত্রিপুরায় সাজা হয়েছে সাবেক এক সরকারি চাকুরের। ১৭ বছর আগেই তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।

তার বর্তমান বয়স ৭৫ বছর।

রাজ্যের বিচার বিভাগের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে পুরানো মামালার রায়। দীর্ঘ এত বছর মামালা চলার পর রায় দানের ঘটনা খুব একটা নেই।

দয়াল সুন্দর দাস নামের ওই ব্যক্তি ১৯৮২ সালে সরকারি টাকা তছরুপ করেন। তখন তছরুপ করা টাকার পরিমাণ ছিল ২০ হাজার ১১১। দীর্ঘ ২৬ বছর ধরে ওই মামালা চলে। মামালায় তিনি দোষী প্রমাণিত হন এবং তিন বছর জেল এবং ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। রায় হওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই মামালার রায়ের মধ্য দিয়ে রাজ্যের সবচেয়ে পুরানো সরকারি অর্থ তছরুপের মামালাটি নিষ্পত্তি হলো।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।