কলকাতা: মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তিতে কলকাতার নন্দন প্রেক্ষগৃহে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেলুলয়েডে’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশানর মাহাবুব হাসান সালে এই খবর বাংলানিউজকে দিয়ে বলেন, আগামী ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর কলকাতার নন্দনে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দন-১ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া, ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। এই প্রর্দশনীতে কোন টিকিট থাকছে না।
আগরতলা ও নয়াদিল্লিতে আগমী বছর মার্চে তারা এই ধরণের আরও দুটি চলচ্চিত্র উৎসব করার পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।
উদ্ধোধনী দিনে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের মাটির ময়না।
১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় দেখানো হবে মোরসেদুল ইসলামের খেলাঘর। এরপর সন্ধ্যা ৬টায় তৌকীর আহমেদের জয়যাত্রা।
উৎসবের শেষ দিনে দেখানো হবে, বদরুল আনম সোদ এর খন্ড গল্প ও সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবের সেরা ছবি নাসিরউদ্দিন ইউসুফ এর গেরিলা।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, ডিসেম্বর ২, ২০১১