আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের শিল্পীদের পত্রিকার মোড়ক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রোববার সন্ধ্যায় সপ্তম আগরতলা পুস্তক মেলা প্রাঙ্গণে উন্মোচিত হলো ‘শিল্প ও শিল্পী’ শীর্ষক পত্রিকাটি।
পত্রিকার সম্পাদক বাংলাদেশের আবুল হাসনাত। পত্রিকাটির এটি দ্বিতীয় সংখ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীসহ বিশিষ্ট জনেরা। পত্রিকাটি সম্পূর্ণ চিত্রকলা ও সংস্কৃতি বিষয়ক।
বাংলাদেশের কোনো পত্রিকার সংখ্যা ত্রিপুরাতে এসে প্রকাশ করার ঘটনা এবারই প্রথম।
চমৎকার লেখালেখি, দারুণ প্রচ্ছদ, দুর্ধর্ষ সব ছবি নিয়ে পত্রিকার এই সংখ্যাটি সত্যি দারুণ। এবার বিশ্বের তিন চিত্র ব্যক্তিত্বকে নিয়ে রয়েছে আলোচনা। এরা হলেন- পিকাসো, ফ্রিদা কাহলো এবং অ্যান্ডি অয়ারলেকে। পত্রিকাটির দাম রাখা হয়েছে ১০০ টাকা।
সপ্তম আগরতলা বই মেলা শুরু হয়েছে গত ১ ডিসেম্বর থেকে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এই মেলাতেও রয়েছে বাংলাদেশের স্টল। মেলার উদ্যোক্তা ত্রিপুরা পাবলিশার্স গিল্ড।
বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১