আগরতলা (ত্রিপুরা): এখন থেকে পুলিশের ভুলে কোন অভিযুক্ত ছাড়া পেলে উল্টো ব্যবস্থা নেওয়া হবে পুলিশের বিরুদ্ধেই। এ জন্য পাকাপাকি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি পুলিশের গাফিলতিতে বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযুক্তদের ছাড়া পাওয়ার ঘটনা ঘটেছে রাজ্যে। অনেকে অভিযোগ করেছেন, পুলিশ ইচ্ছে করেই চার্জশিটে ভুল করে জমা দিয়েছে। এতে আসামিদের ছাড়া পাবার ক্ষেত্রে সুবিধা হয়েছে।
আবার অনেকে বলছেন, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ভুল ধারা প্রয়োগ করা হচ্ছে। এতে সমস্যা হচ্ছে। এধরনের ভুল ইচ্ছা বা অনিচ্ছা করে করা হলে, সরকারি আইনজীবীদের আর কিছু করার থাকছে না আদালতে। ফলে এর সুবিধা নিচ্ছেন অভিযুক্তরা।
পুলিশের এই ভুল শোধরাতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। এখন থেকে পুলিশের প্রতিটি চার্জশিট খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তাছাড়া কোন অভিযোগে পুলিশ কি ধরনের ধারা প্রয়োগ করছে তাও নজরে রাখা হবে। এ কাজ করবে ডাইরেক্টরেট অব প্রসিকিউশন। কোন ভুল ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১