ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের অনুন্নত অঞ্চলের উন্নয়নে সাড়ে ৮ হাজার কোটি রুপি মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১১

কলকাতা: মমতা ব্যানার্জির চাপে পড়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জঙ্গলমহলসহ অনুন্নত এলাকার উন্নয়নের জন্য ৮ হাজার ৭ শ’ ৫০ কোটি রুপি দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি এ টাকা মঞ্জুর করেছে বলে জানা গেছে।



নয়াদিল্লি কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষে জানান হয়েছে, পিছিয়ে পড়া এলাকার জন্য এ টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার বার অভিযোগ করছিলেন টাকার জন্য রাজ্যের আর্থিক প্যাকেজ আটকে গেছে। তাই রাজ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

মাওবাদী সমস্যা ও পাহাড়ের সমস্যা মেটাতে প্রচুর টাকার প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

এছাড়া আগের সরকারের কয়েক লাখ কোটি টাকার ঋণ মেটাতে তিনি জেরবার।

মুখ্যমন্ত্রী বলেছেন, কেবলমাত্র অনুন্নত এলাকার জন্যই এই টাকা ব্যয় করার কথা জানিয়েছে কেন্দ্র।

কলকাতার রাজনৈতিক মহলের ধারণা, খুচরো বিক্রির ক্ষেত্রে ৫১শতাংশ বিদেশি বিনিয়োগ, লোকপাল বিল, ২জি স্ক্যাম, দ্রব্যমূল্য ও কালো টাকা নিয়ে ইউপিএ সরকারের অস্তিত্ব যখন সঙ্কটের মুখে তখনই পশ্চিমবঙ্গকে আর্থিক প্যাকেজ ও বিদেশি বিনিয়োগ সাময়িক স্থগিত রাখল কেন্দ্র সরকার।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।