কলকাতা: কলকাতার এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে নিহত একমাত্র বাংলাদেশি রোগী গৌরাঙ্গ মণ্ডলের লাশ বিমানের বিলম্বের কারণে একটু দেরিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার পর্যন্ত ৯০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কলকাতা বিমানবন্দর থেকে শনিবার বিকাল পাঁচটায় নিহত গৌরাঙ্গ মণ্ডলের ছেলে সাগর মণ্ডল বাংলানিউজকে বলেন, বাংলাদেশ বিমান (বিজি০৯২) এর দুইটা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে তাদের যাওয়ার কথা থাকলেও, বিলম্বের কারণে এই ফ্লাইটটি সাড়ে পাঁচটায় ছাড়ার কথা।
তিনি বলেন, ‘এই দেরির কারণে আমরা আশঙ্কা করছি লাশে পচন ধরবে। কারণ পচন নিরোধক ওষুধ কম দেওয়া হয়েছে। আমাদের দ্রুত চলে যাওয়ার কথা ছিল। ’
তিনি আরও বলেন, ‘এদিন সকালে পিজি হাসাপাতালের মর্গে থেকে আটটার সময় লাশ আমাদের দেওয়া হয়। পুলিশ রির্পোটে বলা হয়েছে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বাবার। ’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করে তিনি বলেন, ‘ওনার ব্যবহারে আমি অভিভূত। আমার হাত ধরে উনি বলেছেন কোনো সমস্যা হবে না। উনি আমাকে উনার মোবাইল নম্বর দিয়ে বলেছেন কোনো সমস্যা হলে ফোন করতে। ’
তাদের প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসাবে ১০ হাজার রুপি দেওয়া হয়েছে। বাকি ক্ষতিপূরণের টাকা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১১