কলকাতা : এমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারি উদ্যোগে শোকমিছিল বের করা হবে।
রোববার রাতে মহাকরণ থেকে জানানো হয়েছে, এই শোকমিছিলটি বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয়ে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে শেষ হবে।
এদিন তিনি সব রাজনৈতিক দলকে এই মিছিলে সামিল হতে আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, অগ্নিকাণ্ডে উদ্ধারকাজে যারা যুক্ত ছিলেন এমন ৩৬ জনকে তিনি পুরস্কৃত করবেন।
এদিকে, রোববার সন্ধ্যায় এমআরআই হাসপাতালের সামনে মোমবাতি নিয়ে একটি শো মিছিল বের হয়।
অপরদিকে, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। শনিবার গভীর রাতে আরও একজনের মৃত্যু হয়। মৃতের নাম বাবুলাল ভট্টাচার্য। গুরুতর আহত অবস্থায় শুক্রবার তাকে সল্টলেকের এমআরআই-তে ভর্তি করা হয়েছিল। এদিন তিনি মারা যান। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯২-এ।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, হাসপাতালের একজন নার্স মারা গেছেন। তার বাড়ি কেরালায়। তবে সরকারিভাবে খবরের সত্যতা স্বীকার করা হয়নি। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাদেশ সময় : ০০৫৪ ঘন্টা, ডিসেম্বর ১২, ২০১১