কলকাতা: দুর্নীতি প্রসঙ্গে ভারতের সমাজকর্মী আন্নাকে রীতিমত সমর্থন করে মাওবাদীরা। জেরার মুখে মাওবাদী কেন্দ্রীয় কমিটির নেতা বিজয় কুমার আর্য ওরফে যশপাল অন্তত এমনই জানিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় পুলিশের একটি সুত্র।
কোবাড গান্ধীর গ্রেফতারের পর এই আর্যই মাওবাদীদের গনসংগঠনগুলির দায়িত্বে ছিলেন।
সুত্রটি জানিয়েছে, সিপিআই(মাওবাদী) মুখপত্র অভয় খোলাখুলি আন্না হাজারের আন্দোলনকে সমর্থন করেন বলে জানিয়েছেন আর্য। এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন করার দিকেও মাওবাদীরা মনোনিবেশ করছে বলে জানিয়েছেন তিনি। দলের মধ্যে এ নিয়ে অভয়ই সবচেয়ে সরব বলে মনে করছে পুলিশ।
সুত্র আরও জানিয়েছে, পুলিশের বিশ্বাস, অভয় আসলে নিহত মাওবাদী নেতা কিষেণজির ভাই। কিষেণজির মৃত্যুর পর সশস্ত্র আন্দোলনের পাশাপাশি সংবিধানমাফিক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লাইনকে অনুসরণ করছেন অভয়। দুর্নীতি, কৃষকের সমস্যা, বিপিএল, ইন্দিরা আবাস যোজনা ইত্যাদি সরকারি গ্রামীণ প্রকল্পগুলো যে সাধারণ মানুষের বদলে সরকারি আমলা এবং ঠিকাদারদের সুবিধে করে দিচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন গড়ে সে কথাই মানুষের কাছে পৌঁছাতে চাইছেন মাওবাদীরা।
পাশাপাশি, সমাজের বৃহত্তর স্বার্থে জমির উচ্চসীমা কমিয়ে আনার দাবিও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলোর কাছে করা হবে বলে জানিয়েছেন আর্য। অর্থনীতিতে স্নাতক আর্যর মতে, মিছিল, ধর্নার মত সাংবিধানিক উপায়ে মাওবাদীরা এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, ডিসেম্বর ১৪, ২০১১