ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকপাল বিলে সংখ্যালঘুদের সংরক্ষণ না থাকায় প্রতিবাদ লালুপ্রসাদ যাদবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ডিসেম্বর ২২, ২০১১

নয়াদিল্লি: ভারতে লোকপাল বিলের প্রস্তাবিত খসড়ায় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ না থাকায় বৃহস্পতিবার তীব্র প্রতিবাদ করলেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও আরজেডি’র সভাপতি লালুপ্রসাদ যাদব।

লোকসভা অধিবেশন শুরু হলে তিনি সাফ বলেন, তারা এই বিল সমর্থন করছেন না।



এদিন তিনি আরো বলেন, আপত্তির আর একটা কারণ, অধিকাংশ সাংসদের কাছে এই বিলটির খসড়া না পৌঁছালেও সংবাদ মাধ্যমের কাছে তা চলে গেছে।

এরপর সাবেক রেলমন্ত্রী স্লোগান দিতে দিতে লোকসভার ওয়ালে নেমে আসেন। স্পিকার মীরা কুমারের সামনে চিৎকার করতে থাকেন তিনি।
 
লালুর এ ধরণের প্রতিবাদে বিরক্ত হয়ে ‍স্পিকার বেলা ২টা পর্যন্ত অধিবেশন মূলতবি করে দেন।

এদিকে লোকজন শক্তির নেতা আরো এক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাশ পাসোয়ান এই ইস্যুতে লালুপ্রসাদকে সমর্থন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।