নয়াদিল্লি: দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিলের দাবি জানিয়ে আবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছেন সমাজকর্মী আন্না হাজারে।
রোববার প্রধানমন্ত্রীর কাছে এ চিঠিতে আন্না দাবি করেছেন, লোকপাল ও লোকায়ুক্তের হাতে স্বাধীন তদন্ত করার ক্ষমতা দিতে হবে।
একই সঙ্গে তার দাবি, সিবিআইকে সম্পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সিবিআই’র আর্থিক ও প্রশাসনিক ভার দিতে হবে লোকপালকেই।
এদিকে, আগামী মঙ্গলবার থেকে সংসদে লোকপাল বিল নিয়ে বিতর্ক শুরু হবে।
শক্তিশালী লোকপাল বিলের দাবিতে ওই দিন থেকেই মুম্বাইয়ে তিনদিনের অনশনে বসবেন আন্না।
তার আগে রালেগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মীর প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিকে চাপ সৃষ্টির নয়া কৌশল বলেই মনে করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১