ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শক্তিশালী লোকপাল বিল চেয়ে ফের মনমোহনকে চিঠি আন্নার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, ডিসেম্বর ২৫, ২০১১
শক্তিশালী লোকপাল বিল চেয়ে ফের মনমোহনকে চিঠি আন্নার

নয়াদিল্লি: দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল বিলের দাবি জানিয়ে আবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছেন সমাজকর্মী আন্না হাজারে।

রোববার প্রধানমন্ত্রীর কাছে এ চিঠিতে আন্না দাবি করেছেন, লোকপাল ও লোকায়ুক্তের হাতে স্বাধীন তদন্ত করার ক্ষমতা দিতে হবে।

কোনও অভিযোগ ছাড়াই কারও বিরুদ্ধে তদন্ত করার অধিকার থাকা উচিত লোকপাল ও লোকায়ুক্তের হাতে।

একই সঙ্গে তার দাবি, সিবিআইকে সম্পূর্ণ রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। সিবিআই’র আর্থিক ও প্রশাসনিক ভার দিতে হবে লোকপালকেই।

এদিকে, আগামী মঙ্গলবার থেকে সংসদে লোকপাল বিল নিয়ে বিতর্ক শুরু হবে।

শক্তিশালী লোকপাল বিলের দাবিতে ওই দিন থেকেই মুম্বাইয়ে তিনদিনের অনশনে বসবেন আন্না।

তার আগে রালেগাঁও সিদ্ধির প্রবীণ সমাজকর্মীর প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিকে চাপ সৃষ্টির নয়া কৌশল বলেই মনে করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।