কলকাতা: রাজ্য সরকারের আশ্বাসে কলেজ স্ট্রিট বইপাড়ার হরতাল তুলে নেওয়া হয়েছে।
সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা।
রাজ্য সরকার পক্ষ বিষয়টির `মানবিক` দিক থেকে খতিয়ে দেখার আশ্বাস দিলে পাঠ্যপুস্তক নির্মাণ, প্রকাশনা এবং বিক্রির সঙ্গে যুক্ত সব ক`টি সংগঠন হরতাল প্রত্যাহার করে নেয়।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে দু`দিনের ধর্মঘট শুরু করে পাঠ্য
পুস্তক নির্মাণ, প্রকাশনা এবং বিক্রির সঙ্গে যুক্ত সব ক’টি সংগঠন।
ফলে এদিন বই পাড়ার সিংহভাগ বইয়ের দোকানই বন্ধ ছিল। তেমনি বন্ধ ছিল সব স্টলও।
চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্য পুস্তক ছাপানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
এর প্রতিবাদেই জয়েন্ট কাউন্সিল ফর বুক ট্রেডার্স অ্যান্ড অ্যালায়েড ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
সংগঠনগুলোর যুক্তি, রাজ্য সরকারের এ সিদ্ধান্তে পাঠ্য পুস্তক প্রকাশনা, মুদ্রণ, বাঁধাই, কাগজ ব্যবসা এবং বিক্রির সঙ্গে যুক্ত প্রায় ১৩ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১