ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এমআরআই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, জানুয়ারি ৩, ২০১২

কলকাতা: এমআরআই অগ্নিকাণ্ডে নিহত রোগীর পরিবারদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের টাকা সোমবার দেওয়া শুরু হয়েছে। এদিন কলকাতার পুলিশের সদর দপ্তর লালবাজারে পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা মৃতদের পরিবারবর্গের হাতে ক্ষতিপূরণের ৩ লাখ রুপির চেক তুলে দেন।



প্রাথমিক ভাবে ২৯ জনের হাতে এদিন চেক তুলে দেওয়া হয়। পরবর্তীকালে যাদের নামে চেক আসবে সেই মতো  ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিন ক্ষতিপূরণের টাকা নিতে এসে মৃতদের পরিবারবর্গ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

তারা  অভিযোগ করেন, শুধু তাদের গ্রেপ্তার করলেই চলবে না, উপযুক্ত শাস্তি দিতে হবে ।  

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারবর্গকে রাজ্যের তরফ থেকে ৩ লাখ রুপি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।